উজ্জ্বল হোসেন, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশভাগ নিয়ে আলোচিত প্রামাণ্যচিত্র সীমান্তআখ্যান প্রদর্শনী হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ১২৩ নম্বর কক্ষে এ প্রদশর্নীর আয়োজন করে চলচ্চিত্র বিষয়ক সংগঠন ম্যাজিক লণ্ঠন।
প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন প্রামাণ্যচিত্রের নির্মাতা সৌমিত্র দস্তিদার। তাঁকে সম্মাননা স্মারক তুলে দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবদুল্লাহ আল মামুন।
এসময় প্রামাণ্যচিত্র নির্মাণ প্রসঙ্গে সৌমিত্র দস্তিদার বলেন, ‘আমি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াই। দুচোখে যা দেখি তা ক্যামেরায় ধারণ করে আপনাদের সঙ্গে বিনিময় করার চেষ্টা করি। সে জায়গা থেকে দেশভাগ, কাঁটাতার নিয়ে মানুষের মূল্যবোধ ও বিশ্বাস তুলে ধরতে এই প্রামাণ্যচিত্র তৈরির চেষ্টা করেছি। যেটুকু দেখেছেন তা সূচনা পর্ব। আগামীতে প্রামাণ্যচিত্রের সম্প্রসারিত অংশ তুলে ধরার চেষ্টা করবো।’
পরে প্রামাণ্যচিত্র বিষয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্মাতা সৌমিত্র দস্তিদার। প্রশ্নোত্তরপর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য