রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল(বিজেএসসি)’র কেন্দ্রীয় সংসদের একটি প্রতিনিধি দল। গত ৬ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফরে গিয়ে তারা এ সৌজন্য সাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন বিজেএসসি’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-প্রচার সম্পাদক ছাইফুল ইসলাম মাছুম, কেন্দ্রীয় সদস্য ইয়ানূর হোসেন,কেন্দ্রীয় সদস্য আমিনুর রহমান হৃদয়,স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য হাসান ওয়ালী ও মিজবাহ্ প্রমূখ।
বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল(বিজেএসসি)’র কার্যক্রমগুলোকে সাধুবাদ জানান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
পাঠকের মন্তব্য