সংবাদ সম্মেলনে এসে কোনো কথা না বলে শুধুই কাঁদলেন চাঁদাবাজির মামলায় কারাগারে থাকা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর স্ত্রী বিজু আক্তার চৌধুরী।
সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মোজাম্মেল হকের মুক্তির দাবিতে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পুরো সংবাদ সম্মেলনে শুধু কেঁদেছিলেন তিনি। কান্নার ফাঁকে মেয়েকে কোলে নিয়ে বিজু আক্তার শুধু বলেছেন, ‘আমি এখন কোনো কথা বলার মতো মানসিক অবস্থায় নেই। শুধু প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, যেন আমার স্বামীকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়।’
এ সময় রিজু আক্তারের পাশে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। তিনি বলেন, ‘যাত্রী কল্যাণ সমিতির মতো নিরীহ একটি সংগঠনের নেতাকে যদি রিমান্ডে নেওয়ার মতো ঘটনা ঘটে, তবে হতবাক হতে হয়।’
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন সমিতির সহসভাপতি মহিউদ্দিন আহমেদ। আর সভাপতিত্ব করেন সংগঠনের আরেকজন সহসভাপতি খায়রুল আমিন। এ সময় মোজাম্মেল হক চৌধুরীর ছোটভাই মনিরুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য