তানভীর আহমেদ পিন্টু: রেহান রাসুল ভক্তদের কাছে একটি ভালবাসার নাম। যিনি তার কথা দিয়ে জয় করেছেন অসংখ্য শ্রোতার মন। রেহান রাসুল ছোটবেলা থেকে বেড়ে ওঠেছেন ঢাকাতেই।পড়াশুনা করেছেন ইংরেজি মাধ্যমে।ইংরেজি মাধ্যমে পড়াশুনা করলেও তার বাংলা উচ্চারণ চমৎকার।
রেহান পড়াশুনার পাশাপাশি ছোটবেলায় গান শিখছেন বুলবুল ললিতকলা একাডেমিতে।উচ্চাঙ্গসংগীত গেয়ে ১১ বছর বয়সেই পুরষ্কার পেয়েছিলেন। গান গেয়ে পুরষ্কার পেলেও তিনি পেশায় আর.জে। তাকে প্রশ্ন করা হয়েছিল আর.জে পেশায় কীভাবে আসা? তিনি বলেন আর.জে হওয়াটা হঠাৎ করেই। রেহান ব্যান্ড দলের সাথে একটি বেসরকারি রেডিও স্টেশনে গিয়েছিলেন শো করতে। শো এর পর রেডিও স্টেশন কর্তৃপক্ষ তাকে আর.জে হওয়ার প্রস্তাব দেয়। তারপর থেকেই হয়ে গেলেন আর.জে রেহান।তিনি বর্তমানে এবিসি রেডিওতে কর্মরত আছেন।
আর.জে গিরি করলেও গানের প্রতি রয়েছে তার অসম্ভব ভালবাসা।অর সেই ভালবাসা থেকেই নিজের কথা ও সুরে গেয়েছেন ‘বাজে স্বভাব’ শিরোনামে একটি গান যার সংগীতায়োজন করেছেন পৃথ্বীরাজ।গানটি রিলিজের পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।গানটি শোনার পর অনেক সেলিব্রিটিই প্রশংসা করেছেন।যেমন: লুৎফর হাসান,চয়নিকা চৌধুরী ও গায়িকা,অভিনেত্রী, পরিচালক মেহের আফরোজ শাওন ফেসবুকে গানটি শেয়ার করেছেন।ইউটিউবে ‘বাজে স্বভাব’ গানটি দেখা হয়েছে ৩ মিলিয়ন বার। বর্তমানে ব্যস্ততা কি নিয়ে জানতে চাইলে,তিনি জানান এবিসি রেডিওতে নিয়মিত ২ টি শো করছেন,যে শো গুলো মূলত গান নির্ভর, একটি হল তারারামপাম এবং অন্যটি হল ইনসোমেনিয়া। এছাড়াও তিনি কুয়াশা নামে একটি শোতে কন্ঠ অভিনয় করেন। আরজেগিরির পশাপাশি তিনি ব্যস্ত আছেন ‘বাজে স্বভাব ২’ গান নিয়ে।এটি শীঘ্রই শ্রোতারা শুনতে পাবে। ‘দ্যা পার্ক দ্যা বেঞ্চ এন্ড দ্যা গার্ল’ নামক একটি শর্ট ফিল্মে ও অভিনয় করেছেন যা এখনো রিলিজ এর অপেক্ষায়। ঈদে ‘শোক হোক শক্তি’ নামে একটি নাটকের থিম সং গেয়েছেন। আরজেগিরি আর গান,দুইটা নিয়ে ভালই অছেন রেহান রাসুল।
রেহান রাসুল এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন- তার ভবিষ্যতে তিনি একটা বড় গানের স্টুডিও করবেন,যে স্টুডিও থেকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান শিল্পীদের বিনা পয়সায় গান করার সুযোগ করে দিবেন। তবে শর্ত একটাই গান গাইতে হবে শুদ্ধ ও স্পষ্ট বাংলাভাষায়।বাংলাভাষার কোন বিকৃতি করা যাবে না। রেহান রাসুল এর স্টুডিও করা শুধু ভবিষ্যৎ পরিকল্পনা না,এটি একটি স্বপ্ন।
পাঠকের মন্তব্য