রাজধানীর তেজগাঁওয়ের কেন্দ্রীয় খাদ্যগুদাম থেকে পাচার হওয়া চাল, গম ও আটা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব।
৮ সেপ্টেম্বর, শনিবার রাতে কেন্দ্রীয় খাদ্যগুদামে অভিযানের পরে ৯ সেপ্টেম্বর, রবিবার রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রিয়.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত অভিযান চলছে। এখান (মোহাম্মদপুরের কৃষি মার্কেট) থেকে ২১৫ টন চাল, গম ও আটা জব্দ করা হয়েছে।’এর আগে সারোয়ার আলম জানান, শনিবার রাতে কেন্দ্রীয় খাদ্যগুদাম থেকে পাচারকালে ১২০ টন চাল, গম ও আটা জব্দ করা হয়েছে। ৮টি ট্রাকে করে এসব পণ্য পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এরই সূত্র ধরে ৯ সেপ্টেম্বর, রবিবার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অভিযান চালানো হচ্ছে।
অবৈধভাবে ওএমএসের চাল ও আটা বিক্রির অপরাধে গত রাতে তেজগাঁও খাদ্য গুদামের ব্যবস্থাপক হুমায়ুন কবিরসহ দুজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
দুপুরে অভিযান চালাকালে সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘খাদ্যগুদামের কিছু কর্মকর্তা এবং বাইরের কিছু ব্যবসায়ী মিলে কালোবাজারির মাধ্যমে এই খাদ্যপণ্যগুলো এখানে নিয়ে এসেছে। এই অপরাধের দায়ে বৃহত্তর তদন্তের স্বার্থে নিয়মিত মামলা দায়ের করা হবে। এ ঘটনায় যারা যারা যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘জব্দ করা ওএমএসের এসব চাল, গম ও আটা ঢাকার ১৪০ স্থানে বিতরণের জন্য রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
পাঠকের মন্তব্য