‘খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে। বোর্ড যে সিদ্ধান্ত দেবে সে আলোকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন বিএনপির শীর্ষ সাত নেতা। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির নেতারা বলেছেন, খালেদা জিয়া এখন অসুস্থ। তার অসুস্থতার মাত্রা বেড়ে যাচ্ছে। এ বিষয়ে তারা আগের মতো আমাকে জানাতে এসেছিলেন। তারা তাদের চেয়ারপারসনের চিকিৎসার জন্য তার পছন্দের হাসপাতালে নেওয়ার কথা আগের মতো এবারও বলেছেন। তবে আগে কেবল মুখে বললেও এবার তারা লিখিত আবেদন করেছেন। আগে কেবল ইউনাইটেড হাসপাতালের কথা বললেও এবার তারা এ্যাপোলো হাসপাতালের কথাও বলেছেন।

এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব ও কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজন) দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে মন্ত্রী আরো বলেন, তারা যত দ্রুত সম্ভব একটি বোর্ড গঠন করবেন। এই বোর্ডে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, আমাদের চিকিৎসক ও কারা চিকিৎসকরা থাকবেন। তারা যদি মনে করেন সরকারি হাসপাতালে এই সব চিকিৎসা ও সেবা নেই তখন তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই সুপারিশ অনুযায়ী সব ব্যবস্থা করা হবে।

এর আগে খালেদা জিয়াকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল, তখন কারাবিধির লঙ্ঘন হয়েছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘ওই সময় মির্জা ফখরুলসহ অন্যরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সেটা হয়েছিল আদালতের নির্দেশে। আদালত যদি কারো চিকিৎসার ব্যাপারে কোনো নির্দেশনা দেন, সরকার সেটাই পালন করে থাকে। খালেদা জিয়ার ব্যাপারেও এমন কোনো নির্দেশনা আসলে আমরা সেটা বিবেচনা করে দেখব।’

সর্বশেষ আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৩
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন