রাবিতে ভূবিজ্ঞান ও পরিবেশ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভূবিজ্ঞান ও পরিবেশ বিষয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

International Conference on Geosciences and Environment (ICGE 2018) শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক প্রফেসর খোন্দকার ইমামুল হকের সভাপতিত্বে সম্মেলনের সচিব প্রফেসর এএইচএম সেলিম রেজা ধন্যবাদ জ্ঞাপন করেন।

দেশ-বিদেশের ভূবিজ্ঞান ও পরিবেশ সংশ্লিষ্ট ক্ষেত্রের শিক্ষক, গবেষক ও পেশাজীবী এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

সর্বশেষ আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন