অন্ধকারে আলো ছড়াতে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ

প্রান্তিকের পিছিয়ে পড়া অনগ্রসর জনপদ লক্ষ্মীপুরের কমলনগরের চর মার্টিন। ওখানে ফ্রিডম মডেল একাডেমী(কিন্ডার গার্টেন) প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে কিছু তরুণ। ৫সেপ্টেম্বর(বুধবার) সন্ধ্যায় এ উপলক্ষে উপজেলার উত্তর পশ্চিম চর মার্টিন প্রাথমিক বিদ্যালয়ে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুল মালেক।

বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ব্রাহ্মণ বাড়িয়া জিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল হক, অনুষ্ঠানস্থ স্কুলের সভাপতি হাবিব উল্লাহ।

তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী আবদুল আউয়াল খোকনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানস্থ স্কুলের সাবেক সভাপতি জালাল আহমেদ, উদ্যোক্তা খুরশিদ আলম সজিব ও মো. রাকিব হোসেন, উপকূলের খুদে সংবাদকর্মী জুনাইদ আল হাবিব, চৌমুহনী এসআই কলেজের শিক্ষার্থী সালাহ উদ্দিন, ব্যবসায়ী হুমায়ুন মোল্লা ও মনির চৌধুরী, অনুষ্ঠানস্থ স্কুলের কর্মকর্তা আবদুর রহিম এবং শিক্ষার্থী আবদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেছেন, “একটি পিছিয়ে জনপদের শিক্ষা বিস্তারে এমন ভলিন্টারী উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আগামি প্রজন্মে আরো সুদক্ষ হিসেবে গড়ে তুলতে এটি হবে প্রধান চ্যালেঞ্জ। যাতে করে সুশিক্ষা নিশ্চিত হবে। এখানের সন্তানরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে।”

এছাড়াও সভায় বক্তারা সম্ভাবনাময় স্বপ্নের এ প্রতিষ্ঠানটির উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
প্রসঙ্গত, “এটি কমলনগরের মেঘনাতীরের বিপন্ন জনপদ। সে কথা মাথায় এনে কিন্ডার গার্টেন(কে.জি স্কুল) প্রতিষ্ঠায় উদ্যোগ নেন উদ্যোক্তা আবদুল আউয়াল খোকন, খুরশিদ আলম চৌধুরী ও রাকিব হোসেন।”

সর্বশেষ আপডেট: ৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৫
জুনাইদ আল হাবিব
লক্ষ্মীপুর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন