রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ আবেদন চলবে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
রাবি আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনযায়ী, আগামী ২২ ও ২৩ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় পাঁচটি ইউনিট থাকবে। আবেদনকারীকে প্রথমত ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি ফলাফলের ভিত্তিতে একটি ইউনিটে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে আগামী ১৬ সেপ্টেম্বরের পর নির্দিষ্ট সময়ের মধ্যে (সময় পরবর্তীতে উল্লেখ করা হবে) চূড়ান্ত আবেদন করতে হবে।
ভর্তি পরীক্ষার যোগ্যতা হিসেবে মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০, বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ এবং বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদনের সময় ১০% সার্ভিস চার্জসহ এ-ইউনিটের (কলা অনুষদ এবং চারুকলা অনুষদ) জন্য এক হাজার ২৫৪ টাকা, বি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) জন্য ৭২৬ টাকা, সি-ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং প্রকৌশল অনুষদ) জন্য এক হাজার ২৫৪ টাকা, ডি-ইউনিটের (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ এবং কৃষি অনুষদ) জন্য ৯৯০ টাকা এবং ই-ইউনিটের (আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) জন্য এক হাজার ১২২ টাকা ডাচ-বাংলা মোবাইল (রকেট) ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, আগামী ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সেখানে কেবল ওই বছরের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন।
এছাড়া আবেদনসহ বিস্তাারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (যঃঃঢ়://ধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ/) প্রকাশ করা হবে।
পাঠকের মন্তব্য