পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নাকচ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি। তবে তিনি সামারিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
রোববার ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেছেন।
খামেনির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আয়াতুল্লাহ খামেনি জোর দিয়ে বলেছেন রাজনৈতিক হিসাব বলছে যুদ্ধের আশঙ্কা নেই। তবে সামরিক সক্ষমতা এবং এর সঙ্গে জড়িতের প্রস্তুতি ও সক্ষমতা নিয়মিত বাড়াতে হবে।’
২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠির স্বাক্ষরিত চুক্তি অন্যায্য হয়েছে দাবি করে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প্। গত মাসে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে। এ নিয়ে দুই দেশের বাদানুবাদ তপ্ত হতে শুরু করায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হস্তক্ষেপ করতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছিল।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন, ‘সশস্ত্র বাহিনীর সতর্কতা, দক্ষতা, কৌশল, শক্তি ও ক্ষমতা ক্রমেই বৃদ্ধি করতে হবে এবং যুদ্ধ সরঞ্জামের আধুনিকায়ন করতে হবে।’
পাঠকের মন্তব্য