নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ আগস্ট) উপজেলার সোনাদিয়া চৌরাস্তা বাজার মাহমুদল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র মেধাবীদের মাঝে এই শিক্ষা উপকরন বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণগুলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্ল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনারায়ন পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ দাশ, সহকারী শিক্ষক আবুল কালাম, আজিম উদ্দিন, স্থানীয় ব্যবসায়ী ও সমাজ কর্মী সোহেল পারভেজ রাসেল, আলোর মশালের প্রতিষ্ঠাতা সভাপতি ছাইফুল ইসলাম মাছুম, স্থানীয় চিকিৎসক এবি সিদ্দিক বাবলু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর মশালের সভাপতি মাকসুদুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারন সম্পাদক এম ইলিয়াছ উদ্দিন।
প্রধান অতিথি হেদায়েত উল্ল্যাহ তার বক্তব্যে বলেন ‘প্রতিটি শিক্ষার্থী যাতে সকল ধরনের শিক্ষা সুবিধা পায় সে জন্য আলোর মশাল যে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার।এই সংগঠনের মাধ্যমে আগামী প্রজন্ম আরো সুন্দর ও শিক্ষিত হয়ে গড়ে উঠবে’। সোহেল পারভেজ রাসেল বলেন ‘সোনাদিয়া ইউনিয়ন থেকে যাত্রা শুরু করা আলোর মশাল তার কর্মের জন্য বর্তমানে পুরো হাতিয়াব্যাপি সমাদৃত‘।
আলোর মশালের প্রতিষ্ঠাতা সভাপতি ছাইফুল ইসলাম মাছুম বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইতিবাচক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কিছু সমমনা তরুণদের উদ্যোগে আলোর মশাল যাত্রা শুরু করেছিল। ঘুনে ধরা সমাজ ব্যবস্থাকে পাল্টানোর অঙ্গিকারে আলোর মশালের পথচলা আজও অব্যাহত আছে। প্রজন্মের পর প্রজন্ম সংগঠনটি কাজের মাধ্যমে সমাজকে আলোকিত পথ দেখাবে এই প্রত্যাশা করি’।
সভাপতি মাকসুদুর রহমান বলেন, ‘আলোর মশাল সমাজের সকল ধরনের অন্যায়, অত্যাচার এবং কুসংস্কারের বিরুদ্ধে আজীবন লড়ায় করে যাবে’।
এ সময় আরো উপস্থিত ছিল আলোর মশালের সহ সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি মিঠু, সদস্য রাকিব উদ্দিন, রক্তিম জিহাদ, জাকের উদ্দিন, গিয়াস উদ্দিন, সাগর, সুমন প্রমুখ।
প্রসঙ্গত, সামাজিক সংগঠন আলোর মশাল ২০১০ সালের ২১ ই জানুয়ারি পথচলা শুরু করে। যাত্রার শুরু থেকে আলোর মশালের সদস্যরা কুসংস্কার, শিশুশ্রম, মাদক, বাল্যবিবাহসহ সকল অনিয়মের বিরুদ্ধে সামাজিক সচেতনা মূলক কারযক্রম পরিচালনা, দরিদ্র মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্করণ, বৃক্ষরোপন, স্কুলে দিন ব্যাপি সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন, দিবস উদযাপন, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন, ঈদ আনন্দ খেলাধুলা আয়োজনসহ নানা কর্মসূচী পরিচালনা করছে। সম্প্রতি কাজের স্বীকৃতি স্বরুপ নিঝুম ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোর মশালকে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা চেয়ারম্যান মাহবুব মোরশেদ লিটন।
পাঠকের মন্তব্য