পীরগঞ্জে ল্যাম্পপোস্টের বাতিঘর প্রকল্পের সমাপনী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অানুষ্ঠানিকভাবে সমাপ্তি হল ল্যাম্পপোস্ট এর দশ মাস মেয়াদী “বাতিঘর” প্রকল্প। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ল্যাম্পপোস্ট এর বাতিঘর প্রকল্পটি ছিল একশনএইড বাংলাদেশ এর ফায়ারস্টার্টার ইনিশিয়েটিভ (বিএফআই) এর সহায়তাপুষ্ট একটি প্রকল্প। সোমবার বিকালে পূর্ণিমা কমিউনিটি সেন্টারে সমাপনী অনুষ্ঠান করা হয়।
প্রকল্পটি তথ্যপ্রযুক্তি ভিত্তিক৷ তৃণমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত যুব সমাজকে তথ্যপ্রযুক্তির আওতায় আনা, প্রশিক্ষণ দেয়া, সামাজিক সচেতনতার মাধ্যমে তাদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটানো এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিএফআই প্রকল্পটি দ্য কুইন্স ইয়াং লিডার্স ও কমিক রিলিফ ইন্টারন্যাশনাল এর অর্থায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় দেশের বিভাগীয় পর্যায়ের সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল যুব নেতৃত্বাধীন সংগঠন গুলোর জন্য একটি ক্ষুদ্র অনুদান প্রকল্প। যা সংগঠন গুলোর কাজের পরিধি, গ্রহণযোগ্যতা ও সক্ষমতা বিবেচনা করে কয়েক স্তরে যাচাই বাছাই এর মাধ্যমে নির্বাচিত করা হয়। প্রতিষ্ঠা পরবর্তী মাত্র দুই বছরের মধ্যে ল্যাম্পপোস্ট ২০১৬/১৭ অর্থবছরে রংপুর বিভাগের ১৫ টি নির্বাচিত সংগঠনের মধ্যে একটি হওয়ার গৌরবান্বিত সুযোগ লাভ করে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক এমপি ইমদাদুক হক, উপজেলা চেয়ারস্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহ্, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহের এলাহী প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা প্রকল্পের কার্যক্রম সম্পর্কে স্লাইড শো ও ডকুমেন্টারির মাধ্যামে বিস্তারিতভাবে অবগত হন এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সর্বশেষ আপডেট: ২৮ আগস্ট ২০১৮, ০০:৩৯
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন