বিশ্বের মহান নেতাদের জীবনী নিয়ে বিভিন্ন চলচ্চিত্র নির্মিত হলেও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এখনো নির্মিত হয়নি কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সেলুলয়েডের ফ্রেমে উঠে আসেনি এই মহান নেতার বর্ণিল জীবনের গল্প। তবে এবার হচ্ছে।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় এটি নির্মিত হবে। বাংলাদেশ ও ভারতের দু’জন পরিচালক যৌথভাবে নির্মাণ করবেন চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি নির্মাণে ভারত সেদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ ও কৌশিক গাঙ্গুলীর নাম প্রস্তাব করলে বাংলাদেশ শ্যাম বেনেগালকে চূড়ান্ত করে।
সোমবার সচিবালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিক্তিক ছবি নির্মাণ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা জানান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘এই চলচ্চিত্র নির্মাণে বাংলাদেশে পক্ষ থেকে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে।’
দু’বছর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই চলচ্চিত্র নির্মাণে একটি সমঝোতা স্মারক সই হয়। সেখানে বঙ্গবন্ধুর ওপর যৌথভাবে চলচ্চিত্র এবং তথ্যচিত্র তৈরির কথা বলা হয়। চলচ্চিত্রটি নির্মাণে বাংলাদেশের প্রতিনিধি দল জুলাইয়ে ভারত সফর করে।
তারানা হালিম বলেন, ’এখন স্ক্রিপ্ট হবে, গবেষণা হবে। চলচ্চিত্রের নাম, চিত্রনাট্য অবশ্যই বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা দেখবেন। তার আগে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে অনুমতি নিতে হবে। একজন পিতা, রাজনীতিবিদ, স্বাধীনতার ঘোষক এবং রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা ফুটে উঠবে চলচ্চিত্রে।’
পাঠকের মন্তব্য