চেহারা বা লবিং নয়, কর্ম ও শ্রমের আমলনামা বিবেচনায় ছাত্রলীগের কমিটি গঠন করা হবে বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
আজ সোমবার (২৭ আগস্ট) গোলাম রব্বানী নিজের ফেসবুক টাইমলাইনে সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে উপদেশমূলক এ পোস্ট দেন।
পাঠকের উদ্দেশে গোলাম রব্বানীর’র ফেসবুক স্ট্যাটাসটি হুুবহু তুলে ধরা হলো:
# হ্যালো, লিডার স্লামালাইকুম। (এটা গতানুগতিক পলিটিক্যাল সালাম, একটু ধীরে, সুন্দর করে বলো আসসালামু আলাইকুম… আর লিডার নয়, ভাই, স্রেফ ভাই)।
– ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, বলো ভাই।
# ভাই, আমি অমুক ইউনিটের তমুক বলছি। আমি আপনার রাজনীতি করতে চাই।
– আমার নিজের তো কোন আলাদা রাজনীতি নাই, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নমুখী জনবান্ধব রাজনীতিই আমার রাজনীতি, আমাদের রাজনীতি।
# জ্বি ভাই। না মানে ভাই, আসলে বলতে চাচ্ছিলাম, আমি আপনার কর্মী হতে চাই।
– আমার কর্মী কিভাবে হবা, আমি নিজেই তো কর্মী। তুমি, আমি, আমরা সবাই আপার স্নেহধন্য কর্মী। কর্মী হতে চাইলে শেখ হাসিনার আদর্শিক কর্মী হও, নিজ ইউনিটে পজেটিভ কাজ করে যোগ্যতা প্রমাণ করো। আমি না চিনলেও মূল্যায়ন করা হবে।
[কমিটি করা শুরু হলেই বুঝবা, মানসিক প্রস্তুতি নিয়ে রাখো, চেহারা বা লবিং নয়, কর্ম ও শ্রমের আমলনামা বিবেচনা করা হবে]
পাঠকের মন্তব্য