ছাত্রদলের ছয়টি থানা ও তিনটি কলেজের কমিটি ঘোষণার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে তালা দিয়েছে ছাত্রদলের পদবঞ্চিতরা।
রোববার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরের ভুবন মোহন পার্ক এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি জানতে চাইলে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আরিফুজ্জামান বলেন, কাউকে না জানিয়ে শনিবার (২৫ আগস্ট) রাতে মহানগরের ছয়টি থানা ও তিনটি কলেজ শাখার ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের সঙ্গে কথা হলে তারা জানায়, এ কমিটির বিষয়ে তারা কিছু জানেন না। এর প্রতিবাদে তারা আজ মহানগর বিএনপির কার্যালয়ে তালা দিয়েছেন।
তিনি বলেন, কেবল মহানগর বিএনপি কার্যালয় নয়, থানা কার্যালয়গুলোতেও তালা দেওয়া হবে। পর্যায়ক্রমে ওয়ার্ড কার্যালয়গুলোতে তালা দেওয়া হবে। কারণ এসব কমিটিতে যাদের পদ দেওয়া হয়েছে তারা যোগ্য না। এছাড়া অনেকের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এর আগে শনিবার রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে মহানগরের বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহ মখদুম, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা থানা ও রাজশাহী সিটি কলেজ, রাজশাহী কলেজ ও নিউ গভ. ডিগ্রি কলেজের কমিটি গঠন করা হয়েছে।
এতে রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি করা হয়েছে রিফাত হোসেন অন্তর ও সাধারণ সম্পাদক করা হয়েছে সাফায়েত হোসেনকে। তাদের নাম উল্লেখ করে রাজশাহী কলেজ ছাত্রদলের ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সিটি কলেজ ছাত্রদলের সভাপতি করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সম্পাদক করা হয়েছে লিমনকে। এ কমিটিটি ১২ সদস্য বিশিষ্ট।
এদিকে, নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি করা হয়েছে অন্তরকে। সেখানে সম্পাদক রিজুসহ ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মতিহার থানা ছাত্রদলের সভাপতি হয়েছেন পাখি। সেখানে সম্পাদক পিয়ালসহ ২৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া রাজপাড়া থানা ছাত্রদলের সভাপতি আসাদ, সম্পাদক রাতুলসহ ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। বোয়ালিয়া থানা ছাত্রদলের সভাপতি সজীব, সম্পাদক রবিনসহ ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। শাহ মখদুম থানা ছাত্রদলের সভাপতি ডলার, সম্পাদক খাইরুলসহ ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি রনি, সম্পাদক মুরাদসহ ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। আর চন্দ্রিমা থানা ছাত্রদলের সভাপতি বাবু, সম্পাদক রাশেদসহ ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
পাঠকের মন্তব্য