বাউফলে আলমগীর আকন হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী বাউফলের কাছিপাড়া ইউপির কারখানা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর আকন হত্যা মামলার দ্রুত বিচার ও খুনিদের ফাঁসি সহ হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসি।

শনিবার বেলা ১১ টায় বাউফলের কারখানা লঞ্চঘাঠে ঘন্টাব্যাপী চলে এ মানববন্ধন। মানববন্ধনে নিহতের পরিবার খুনি জুলহাস ও তার সহযোগীদের দ্রুত বিচার দাবি করেন।
এসময় বক্তরা জানান, আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য পরিবারটিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে। আসামীরা আদালতে কর্মকর্তাদের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ধরনা ধরলেও তারা কোন কর্ণপাত করছেন না। শুধু কালক্ষেপন করছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ জানুয়ারী রাত ১০টার সময় কাছিপাড়া ইউপির মুন্সি বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা বিকাশ করার কথা বলে পার্শ্ববর্তী নদির পারে নিয়ে যাওয়া হয় আলমগীরকে। সেখানেই পূর্ব থেকে ওৎ পেতে থাকা জুলহাস ও তার ৬জন সহযোগী আলমগীরের কাছে ১ লক্ষ টাকা দাবি করে এবং সকালে দেওয়ার কথা বলে। রাজি না হওয়ায় তাকে প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করে নদীতে ফেলে ভাসিয়ে দেওয়া হয়। পরের দিন পুলিশ লাশ কারখানা নদী থেকে উদ্ধার করে এবং নিহতের পিতা আবুল হোসেন বাদি হয়ে বাউফল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ আপডেট: ২৫ আগস্ট ২০১৮, ১৫:৪৫
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন