ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের জন্য বরাদ্দকৃত ২০০ মিলিয়ন ডলারের বেশি আর্থিক সাহায্য বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আর্থিক সাহায্য তিনি অন্য কোথাও বরাদ্দ দেওয়ার আদেশ দিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে তহবিল ব্যয় হয়, এমন নিশ্চয়তা বিধানের জন্য পুনর্মূল্যায়নের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র জাতিসংঘ ত্রাণ সংস্থায় ফিলিস্তিনিদের জন্য নির্ধারিত ৬৫ মিলিয়ন ডলার প্রত্যাহার করে নিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হয়েছে। মূলত ইসরায়েলকে প্রাধান্য দিতে গিয়ে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনকে উপেক্ষার পথ বেছে নিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প ২০১৭ সালের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং এরপর চলতি বছরের প্রথম দিকে ইসরায়েলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেন, যা সারা বিশ্বে সমালোচনার ঝড় তোলে। ফলে ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়।
তথ্য : বিবিসি ও আল জাজিরা
পাঠকের মন্তব্য