‘গ্রেনেড হামলার রায়ে সংকটে পড়বে বিএনপি’

২১ আগস্ট গ্রেনেড হামলায় করা মামলায় রায় হলে বিএনপি নতুন করে রাজনৈতিক সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সবাই খুশি, কেবল বিএনপি অখুশি।

শুক্রবার(২৪ আগস্ট) রাজধানীর বনানীতে আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকীতে কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে হাওয়া ভবনের সরাসরি পরিকল্পনা ও নির্দেশনায় ২১ আগস্ট কিলাররা হত্যাকান্ড ঘটিয়েছিল।

তিনি বলেন, এখন রায় হবে এ কথা শুনে তার চিন্তিত। কারণ বিএনপি এমনিতেই সংকটে রয়েছে। রায় হলে তারা আবারও নতুন করে সংকটে পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনি সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।

সর্বশেষ আপডেট: ২৪ আগস্ট ২০১৮, ১৭:৫৮
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন