আইপিএল ২০১৭-তে বাজে পারফরম্যান্সের পর থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচিং স্টাফদের নিয়ে সমালোচনা শুরু। ২০১৮ সালের আসরে ১৪ ম্যাচে মাত্র ৬ ম্যাচে জয় পায় শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে গড়া ব্যাঙ্গালুরু। এমন পারফরম্যান্সের পর যাচাই-বাছাই শেষে এবার দলটির প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি ও তার কোচিং স্টাফদের সরিয়ে দিয়েছে ব্যাঙ্গালুরু।
ভারতীয় সংবাদমাধ্যম ব্যাঙ্গালুরু মিররে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়. রয়্যাল চ্যালেঞ্জার্সের মালিকপক্ষ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড, নিজেদের কোচিং স্টাফে নতুন মুখ আনতে চাইছে।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নেওয়া প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এবং ব্র্যান্ডন ম্যাককালামদের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানদের নিয়েও সাফল্য পায়নি ব্যাঙ্গালুরু। এমন বাঘা বাঘা তারকাদের নিয়েও সাফল্য না আসায় কোচিং স্টাফে পরিবর্তন এনেছে ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ।
প্রধান কোচ ভেট্টোরির সঙ্গে ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল (অস্ট্রেলিয়া) এবং বোলিং কোচ আন্দ্রে ম্যাকডোনাল্ডকে (অস্ট্রেলিয়া) চলে যতে বলা হয়েছে। তবে গতবার যোগ দেওয়া আশিষ নেহরা বোলিং পরামর্শক হিসেবে রয়েছেন।
ভেট্টোরিকে সরিয়ে দেওয়ায় এবার গ্যারি ক্রিস্টেনের প্রধান কোচ হওয়া নিয়ে গুঞ্জন চলছে। এর আগে ভারতীয় জাতীয় দলে কোচিংয়ের পাশাপাশি ব্যাঙ্গালুরুতে ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ভারতীয় দলের বর্তমান কোচ সঞ্জয় বাঙ্কারেরও ব্যাঙ্গালুরের প্রধান কোচ হওয়া নিয়ে গুঞ্জন চলছে।
পাঠকের মন্তব্য