বাংলাদেশের জাতীয় পতাকা ও মানচিত্রের অবমাননা করে মার্কিন প্রতিষ্ঠান ‘জাজেল’ এর জুতা তৈরির প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘জেগে উঠো বাংলাদেশ’ নামক সংগঠন। শনিবার সন্ধ্যা ৭টায় অর্ধশতাধিক তরুণের অংশগ্রহনে মশাল মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগে এসে শেষ হয়।
মশাল মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনটির সমন্বয়ক আসাদুজ্জামান রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা খান আসাদুজ্জামান মাসুম, সহ সমন্বয়ক মুরাদ নুর, নিহার আহমেদ প্রমুখ।
আসাদুজ্জামান রনি বলেন, অবিলম্বে জাজেল এর ওয়েব লিংক বাংলাদেশে বন্ধ করতে হবে। এই ন্যাক্কার জনক কর্মকান্ডে বাংলাদেশ রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানাতে হবে। এ সময় তিনি, ১৯ মার্চ বিকাল ৫টায় জাতীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করার ঘোষনা দেন।
খান অাসাদুজ্জামান মাসুম বলেন, বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অবমাননা করা হয়েছে। পুজিঁবাদিরা যেভাবে নারীকে পন্যায়িত করে, আজ ঠিক সেভাবে আমাদের জাতীয় পতাকা পন্যায়িত করার চেষ্ঠা চলছে। তিনি বলেন, এ পতাকা ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত, এ পতাকা নিয়ে বাণিজ্য চলবে না।
উল্লেখ্য, সম্প্রতি জাজেল, ক্যাফেপ্রেসসহ কিছু মার্কিন প্রতিষ্ঠান তাদের অনলাইন মার্কেটিংয়ে বাংলাদেশের জাতীয় পতাকা এবং মানচিত্রের রং ডিজাইন ব্যবহার করে তৈরি করেছেন স্যান্ডেল ও অন্যান্য পন্য। ফেইসবুক ও অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে প্রচারনা চালিয়ে তারা পন্যগুলো বাংলাদেশে বাজারজাত করার চেষ্ঠা করছে।
পাঠকের মন্তব্য