লক্ষ্মীপুরে নদীভাঙা সন্তানদের ব্যতিক্রমী ঈদ মিলন মেলা

লক্ষ্মীপুরের কমলনগরের চর কালকিনির সন্তানদের ঈদ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩আগস্ট) বিকেলে মেঘনাতীরের নাছিরগঞ্জ বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করে চর কালকিনির কৃতি সন্তানরা। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, গণপুর্ত অডিট অধিদপ্তরের বিভাগীয় হিসাব রক্ষক সিরাজুল ইসলাম।

চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি সুপারিন্টেডেন্ট মাওলানা নুরুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু তাহের মামুন, মুফতি মো. এমদাদ উল্লাহ, চর কালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত, সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাষ্টার আবদুল খালেক।

সোনাইমুড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপকূল সংবাদকর্মী জুনাইদ আল হাবিব, কমলনগর থানা মসজিদের পেশ ইমাম বেলাল হোসেন বেলালী, জেলা জর্জ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী ফারুক হোসেন টিপু, শিক্ষক নুর হোসেন পারভেজ ও শেখ আবুল বাশার, সাভারের স্যামস এ্যাটার লিমিটেডের এজিএম আবদুর রশিদ লিটন, সাবেক জনপ্রতিনিধি আবুল কাশেম হাওলাদার, চট্টগ্রামের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি স্যানেটারী ট্রেনিং ইন্সপেক্টর জসিম উদ্দিন, ব্যবসায়ী ইব্রাহিম সুমন ও আবদুর রহিম, শিক্ষক নুরনবী নবাব প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, এটি সত্যি একটি প্রশংসিত উদ্যোগ। মেঘনার রাক্ষুসে ভাঙনের কারণে এখানের মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে। এসব মানুষকে ফেসবুকের কল্যাণে আজ একত্রিত করা সম্ভব হয়েছে। এখানের কৃতি সন্তানদের প্রচেষ্টার কারণেই মূলত অনুষ্ঠানটি সফল হওয়ার কারণে আমার কাছে বেশ ভালো লাগছে। এমন অনুষ্ঠান অব্যাহত রাখা দরকার। আমরা চর কালকিনির নদীভাঙা ছিন্নমূল মানুষের কল্যাণে একটি ট্রাস্ট গঠনের চিন্তা-ভাবনা করছি।

সর্বশেষ আপডেট: ২৩ আগস্ট ২০১৮, ২২:২৪
জুনাইদ আল হাবিব
লক্ষ্মীপুর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন