মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে অভিশংসিত করা হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধস নামতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ফক্স টেলিভিশনের নিয়মিত আয়োজন ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমি আপনাদের বলতে চাই যদি কখনো আমি অভিশংসিত হই, আমি মনে করে বাজারে ধস নামবে। আমি মনে করি প্রত্যেকে দরিদ্র হবে, কারণ এই ভাবনা ছাড়া আপনি হয়তো সেই সংখ্যা দেখবেন, যা আপনি বিপরীতভাবে বিশ্বাস করেন না।’
পরে মার্কিন প্রেসিডেন্ট তার শাসনামলে মার্কিনিদের জন্য চাকরির বাজার সৃষ্টি এবং অন্যান্য অর্থণৈতিক উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। তিনি দাবি করেন, ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটন যদি জয় পেত তাহলে মার্কিন অর্থনীতির পরিস্থিতি আরো খারাপ হতো।
ট্রাম্প বলেন, ‘আমি বুঝতে পারছি না, যে লোকটি অনেক ভালো কাজ করেছে তাকে কী করে আপনারা অভিশংসিত করতে পারবেন?’
পাঠকের মন্তব্য