রংপুর সফর শেষে রাজধানীতে এরশাদ

পাঁচ দিনের রংপুর সফর শেষে রাজধানীতে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় তিনি ইউএসবাংলা এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন পাটির কো-চেয়ারম্যান জি এম কাদের ও ছেলে এরিক এরশাদ।

এ সময় বিমানবন্দরে প্রাক্তন রাষ্ট্রপতিকে স্বাগত জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান দুলাল, আব্দুস সাত্তার, সরদার নজরুল, জহির উদ্দিন, রফিকুল ইসলাম, মামুনুর রহমান, আয়াত আলী, বোরহান উদ্দিন, এম এ হাসেম, রফিকুল ইসলাম সেলিম প্রমুখ।

হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর সফরকালে সেখানে ঈদুল আজহার নামাজ পড়েন। সেখানেই পশু কোরবানি দেন। দুই দিন নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ আপডেট: ২৩ আগস্ট ২০১৮, ২০:০০
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন