নৌ-রুটে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালুর দাবিতে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদের উদ্যোগে মটর সাইকেল শোভাযাত্রা হয়েছে। বৃহঃস্পতিবার(২৩আগস্ট) সকালে কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজার থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
ঘন্টা খানিকের এ শোভাযাত্রা জেলা শহরেরর দক্ষিণ তেমুহনী
হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার রুহুল আমিন ও লঞ্চ চাই পরিষদের আহবায়ক
সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পলোয়ান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে ঢাকার সাথে লক্ষ্মীপুরের লঞ্চ নেটওর্য়াক ব্যবস্থা চালু করার জন্য দাবি জানাই। এ ২০ লক্ষ মানুষের প্রাণের দাবী আদায়ে আমরা ইতিহাস তৈরি করতে সক্ষম হয়েছি। লঞ্চ চালু হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক আন্দোলন করে যাবো।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মজুচৌধুরীর হাট ঘাটে গিয়ে আন্দোলনকরীরা সরেজমিন ঘাট প্রত্যক্ষ করেন।
প্রসঙ্গত, এর আগেও গত ১৯জুন লঞ্চের দাবিতে জেলা প্রসাশক কার্যালয়ের সামনে সংগঠনটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
পাঠকের মন্তব্য