বলিউডের ভাইজান সালমান খান। এ অভিনেতার পরবর্তী সিনেমা ভারত। বর্তমানে তিউনিশিয়া ও লিবিয়ার কাছাকাছি দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মালটায় সিনেমাটির শুটিং চলছে।
তবে সিনেমার শুটিংয়ের পাশাপাশি দ্বীপ দেশটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগেও ব্যস্ত সিনেমার কলাকুশলীরা। এ যেন-রথ দেখা সঙ্গে কলা বেচা।
সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের পাশাপাশি বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়ার নানা ছবি ও ভিডিও প্রকাশ করছেন সালমান। শুধু এ অভিনেতা নয়, সিনেমার পরিচালক আলী আব্বাস জাফর, প্রযোজক অতুল অগ্নিহোত্রী, অভিনেতা সুনীল গ্রোভারও প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দেশটিতে তোলা তাদের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন।
শুটিংয়ের জন্য প্রায় ২০ দিন মালটায় রয়েছে ভারত টিম। অন্যান্য সদস্যরা আগে গেলেও সম্প্রতি সেখানে গেছেন ক্যাটরিনা কাইফ। সালমান, সুনীল গ্রোভার, ক্যাটরিনা ছাড়াও এতে আরো অভিনয় করছেন-দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহ প্রমুখ।
আলী আব্বাস জাফরের সঙ্গে সালমানের তৃতীয় সিনেমা ভারত। গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। আগামী বছর ঈদুল ফিতরে এটি মুক্তির কথা রয়েছে।
পাঠকের মন্তব্য