চিয়েভো ভেরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে জুভেন্টাসের জার্সিতে সিরি’আ অভিষেক হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ওই ম্যাচে জুভিরা ৩-২ ব্যবধানে জয় পেলেও গোলের দেখা পাননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
রিয়াল মাদ্রিদে থাকাকালীন অনুশীলনে ক্লাবটির সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়দের একজন ছিলেন রোনালদো। মৌসুমের শুরুতে ১০০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে যোগ দিয়েছেন তিনি। নতুন ঠিকনায় পাড়ি জমানোর পরও অনুশীলনে ঘাম ঝরাতে অতটা কার্পন্য করেছেন না সিআরসেভেন। সিরি’আতে প্রথম ম্যাচেই তার কাছ থেকে দারুণ কিছুর প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু ওই ম্যাচে কাঙ্খিত গোলের দেখা না পাওয়ায় পরের ম্যাচের জন্য আরও কঠোর অনুশীলনে ব্যস্ত দেখা গেছে রোনালদোকে।
আগামী শনিবার ঘরের মাঠে লাজিওর মুখোমুখি জুভেন্টাস। ঘরের মাঠের দর্শকদের গোল উপহার দিতে অনুশীলনে নিজের সেরাটা দিয়ে প্রস্তুত হচ্ছেন রোনালদো। প্রথম ম্যাচে রোনালদো গোল না পেলেও তার পারফরম্যান্সে সন্তুষ্ট জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। স্কাই স্পোর্টস ইতালিকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘শারীরিকভাবে রোনালদো প্রস্তুত রয়েছেন। সে আমাদের সঙ্গে কেবল সাত দিন অনুশীলন করেছে এবং দারুণ করছে। সে এখনো গোলের দেখা পায়নি। এটা তার আশেপাশের খেলোয়াড়দের ধরনের ওপর নির্ভর করছে। তবে গোলপোস্ট অভিমুখে সে বেশ কিছু শর্ট নিয়েছে। দলের সঙ্গে রোনালদো মানিয়ে নেওয়ায় আমি খুশি। ড্রেসিংরুমে সে বেশ আনন্দে রয়েছে।’
পাঠকের মন্তব্য