নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামিন পেলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।
মঙ্গলবার আদালত তার জামিন মঞ্জর করেন। বিকেল পাঁচটার দিকে নওশাবার আইনজীবী এ এইচ ইমরুল কাওসার বলেন, ‘নওশাবা ভীষণ অসুস্থ। গতকাল (সোমবার) আমরা আদালতকে বিষয়টি জানিয়েছি। আদালত নওশাবাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে চিকিৎসার অনুমতি দিয়েছে। আজ বিশেষ কোর্ট বসেছে। আমরা সেখানে আবার একটি আবেদন করেছি। সে পরিপ্রেক্ষিতেই নওশাবার অন্তবর্তীকালীন জামিন হয়েছে।’
পাঠকের মন্তব্য