‘বিএনপি না এলে, ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করব’

‘শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গ্রেপ্তারকৃতদের মুক্তি চেয়েছিলাম। কিন্তু এখনো মুক্তি দেওয়া হয়নি। সরকার কোনো আন্দোলনকে দানা বেঁধে উঠতে দেবে না।’ বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বর্তমানে ঈদ উপলক্ষে অবস্থান করছেন রংপুরে। শনিবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এইচ এম এরশাদ।

‘বিএনপি নির্বাচনে আসবে কি না, সেটা বলতে পারব না। তারা আসতেও পারে, না-ও আসতে পারে। তবে আমরা নির্বাচন করব। যদি বিএনপি আসে, তবে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করব। আর বিএনপি না এলে, ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করব।’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

সর্বশেষ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ০০:৪৯
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন