ওয়ান ইলেভেনের বেনিফিশিয়ারি আওয়ামী লীগ

আওয়ামী লীগ মইনউদ্দিন-ফখরুদ্দীনের অবৈধ সরকারের সকল কর্মকাণ্ডের বৈধতা দিয়েছিল মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই আওয়ামী লীগ ১/১১-এর বেনিফিশিয়ারি।
গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে (একাংশ)-এর আয়োজনে সাংবাদিক নির্যাতনবিরোধী সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে ছাত্র বিক্ষোভকালে কর্তব্যরত ৪০ জন সাংবাদিকের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। মির্জা আলমগীর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি মারাত্মক কথা বলেছেন। তিনি ১/১১-এর পদধ্বনি শুনতে পাচ্ছেন। আমি বলবো- পদধ্বনি শোনার পরও আপনারা সরকারে আছেন? এখনও পদত্যাগ করছেন না? সরকার আপনাদের, অথচ আপনারাই ১/১১-এর পদধ্বনি শুনছেন। আমাদের একটা কথা ভুলে গেলে চলবে না। ১/১১-এর বেনিফিশিয়ারি কিন্তু আওয়ামী লীগ। এতটাই বেনিফিশিয়ারি যে ক্ষমতায় যাওয়ার আগে আপনাদের নেত্রী বলেছিলেন, মইনউদ্দিন ফখরুদ্দীনের অবৈধ সরকারের সকল কর্মকাণ্ডের বৈধতা দেবো। দিয়েছেনও। পার্লামেন্টে আইন পাস করেছেন। এর পরও আপনারা ১/১১-এর পদধ্বনি শুনতে পাচ্ছেন কেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মুখে যা আসছে তিনি তাই বলছেন। আপনি রাজনীতিবিদ, আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, আপনার মুখ দিয়ে অর্বাচীনের মতো এ ধরনের কথাবার্তা কখনোই শোভা পায় না। কিন্তু এটা আপনার স্বভাব। আপনি আপনার স্বভাবের মধ্য দিয়ে এ ধরনের হাস্যকর কথাবার্তা বলেন। দয়া করে এসব বন্ধ করুন।

সর্বশেষ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ০০:৪৬
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন