কফি আনানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতিসংঘের সাবেক মহাসচিব ও শান্তিতে নোবেল বিজয়ী কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী কফি আনানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন ।

শেখ হাসিনা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তার ফাউন্ডেশন জানায়, কফি আনান ৮০ বছর বয়সে সুইজারল্যান্ডের জেনেভায় অল্প রোগে ভুগে মৃত্যুবরণ করেছেন।

কফি আনান ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়, ‘কফি আনান পরিবার ও কফি আনান ফাউন্ডেশন গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, সাবেক জাতিসংঘ মহাসচিব ও শান্তিতে নোবেল বিজয়ী কফি আনান আজ ১৮ আগস্ট, শনিবার অল্প অসুস্থতায় ভুগে মৃত্যুবরণ করেছেন।’

সর্বশেষ আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ১৯:০৬
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন