গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ

কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে হওয়া আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার শিক্ষার্থীদের ঈদের আগে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন গণফোরম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।

এ বিষয়ে কথা বলার জন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত ‘নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্যাতন, নিপীড়ন বন্ধ ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি’ শিরোনামে আয়োজিত সংহতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘‘শিক্ষার্থীদের মুক্তি দিয়ে ঈদের সময় সরকার উদারতার পরিচয় দিক এটা আমরা চাই। খ্রিস্টানরাও বড় দিনকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেয়।’’

তিনি বলেন, ‘‘আমি শতভাগ নিশ্চিত বঙ্গবন্ধুর কাছে আইনমন্ত্রী হিসেবে আমি এ ধরনের প্রস্তাব নিয়ে গেলে তিনি অবশ্যই কোনো রাগঢাক না করে ক্ষমা করে দিতেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে- এটাইতো চেয়েছিলেন বঙ্গবন্ধু। তবে বঙ্গবন্ধুর কন্যার কাছে এর চেয়ে কম আশা কীভাবে করি? কাজেই আশা করি শিক্ষার্থীদের ওপর হামলা নির্যাতন অবিলম্বে বন্ধ করা হবে। প্রধানমন্ত্রীর একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এ দাবি করছি।’’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ে কয়েকজন শিক্ষার্থী গ্রেপ্তার আছে। যাদের কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সর্বশেষ আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ১০:২৭
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন