রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ঈদ উপলক্ষে ট্রেনযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সর্বোচ্চ যাত্রী সেবা দেওয়া হচ্ছে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে মন্ত্রণালয়।
শুক্রবার বিকেলে কমলাপুর রেলস্টেশনে মন্ত্রী আরও বলেন, ‘অন্য সময়ের তুলনায় ঈদের সময় যাত্রীর চাপ অনেক থাকে। চারগুণ বেশি যাত্রী এ সময় চলাচল করেন। এ কারণে রেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। কেননা, সেবাই আমাদের লক্ষ্য।’
ঈদযাত্রায় রেল কর্তৃপক্ষের কোন ধরনের গাফিলতি নেই উল্লেখ করে মুজিবুল হক বলেন, ‘তদারকির পরও যদি কোনো সমস্যা দেখা দেয় বুঝতে হবে যান্ত্রিক গোলযোগের কারণে হয়েছে। এখানে কর্তৃপক্ষের কারণে কোনো সমস্যা হয়নি। কেননা, কর্তৃপক্ষ সদা তৎপর রয়েছে সেবা দিতে। একই সঙ্গে কোন ধরনের টিকিট কালোবাজারি হচ্ছে কিনা সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।’
এ সময় উপস্থিত ছিলেন রেল সচিব মোফাজ্জল হোসেন, রেলের মহাপরিচালক আমজাদ হোসেন, কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী ও অন্য কর্মকর্তারা।
পাঠকের মন্তব্য