শততম টেস্ট বাঁধা হয়ে দাঁড়ানো করুণাকে ফেরালেন সাকিব

সাকিবের বলে স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে শেষ হয়েছে তাঁর ২৪৪ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংসটি।Associated Press
সাকিবের বলে স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে শেষ হয়েছে তাঁর ২৪৪ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংসটি।
বিরতির পরের ১২ ওভারে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে তুলল ৪০ রান, ৪ উইকেট হারিয়ে। নির্দিষ্ট করে বললে এই সেশনে ৬২ রান উঠতেই নেই ৫ উইকেট। খাদের কিনারায় দাঁড়িয়ে অবশ্য মোস্তাফিজ-সাকিব-মিরাজ-তাইজুলদের বিপক্ষে একাই লড়ে গেছেন দিমুথ করুণারত্নে।

শ্রীলঙ্কার ৬ উইকেট ফেলে দিলেও বাংলাদেশের সামনে বাঁধা হয়ে ছিলেন দিমুথ করুণারত্নে। একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে তাঁকে ফেরালেন সাকিব আল হাসান। সাকিবের বলে স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে শেষ হয়েছে তাঁর ২৪৪ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংসটি।

এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কা এগিয়ে আছে ৯২ রানে। ৭ উইকেটে তাদের সংগ্রহ ২২১। সপ্তম উইকেট জুটিতে দিলরুয়ান পেরেরাকে সঙ্গে নিয়ে করুণারত্নে যোগ করেছেন মহামূল্যবান ২৭। ৬৭ বলে ৬ রান করে এখনো লড়াইটা চালিয়ে যাচ্ছেন পেরেরা। করুণারত্নের বিদায়ের পর তাঁর সঙ্গী হয়েছেন অধিনায়ক রঙ্গনা হেরাথ।

সর্বশেষ আপডেট: ২১ মার্চ ২০১৭, ০২:৪৯
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন