ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন ব্যাটিং পরামর্শক হিসেবে বাংলাদেশ দলে যোগ দেন নিল ম্যাকেঞ্জি।
তার যোগ দেওয়ার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। এবার দক্ষিণ আফ্রিকান এই প্রাক্তন ব্যাটসম্যানের প্রতি ভরসার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।
ম্যাকেঞ্জির ব্যাটিং দর্শনে মুগ্ধ তামিম। ভবিষ্যতে বাংলাদেশ দল তার কাছে ভালো কিছু পাবে বলে বিশ্বাস বাঁহাতি এ ওপেনার। নতুন ব্যাটিং পরার্মশকে নিয়ে বলতে গিয়ে তামিমের বক্তব্য, ‘আমার কাছে মনে হয় তার বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু দেয়ার আছে। যতদিন ওর সাথে কাজ করেছি আমার মনে হয়েছে সে দারুন একজন কোচ। সে যেভাবে ব্যাটিং নিয়ে চিন্তা করে, মনে হয় আমাদের অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে।’
দলের অন্য ব্যাটসম্যানদের আর যাই হোক ম্যাকেঞ্জির প্রতি বেশ আগ্রহ রয়েছে তামিমের। নিজের আগ্রহের কথা জানাতে গিয়ে তামিম বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে মুখিয়ে আছি তার সাথে কাজ করার জন্য। সে আমাকে যেসব কথা বলেছে ব্যক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ওর কথাগুলো শুনে নিজেকে আরও শানিত করতে পারি। আমার মনে হয় আমি আরও ৫-১০% আরও উন্নতি করতে পারব। ওই উন্নতি করার জায়গাটা আছে। আশা করি ওর সাথে কাজ করে অনেক কিছু নিতে পারব এবং অন্যরাও একই রকম ভাবে চিন্তা করবে।’
পাঠকের মন্তব্য