মধ্যাহ্নবিরতির পর ভোজবাজির মতো পাল্টে গেল ম্যাচের পরিস্থিতি। ‘ভোজবাজি’ শব্দটা ব্যবহার না করে বলা উচিত বাংলাদেশর বোলাররাই পাল্টে দিলেন সবকিছু। ১ উইকেটে ১৩৭ রান নিয়ে লাঞ্চে যাওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় সেশনে হারিয়ে বসল পাঁচ-পাঁচটি উইকেট! মোস্তাফিজ তুলে নিলেন ৩টি, সাকিব ২টি। চা–বিরতির আগে ৬ উইকেটে ১৯৯ রান তুলে লঙ্কানদের লিড ৭০ রানের। শ্রীলঙ্কার বাকি ৪ উইকেট কত দ্রুত ফেলে দেওয়া যায়, তার ওপরই নির্ভর করছে সবকিছু। কলম্বো টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনটি বাংলাদেশ শুরু করবে ৪টি উইকেটের অপেক্ষাতেই।
বিরতির পরের ১২ ওভারে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে তুলল ৪০ রান, ৪ উইকেট হারিয়ে। নির্দিষ্ট করে বললে এই সেশনে ৬২ রান উঠতেই নেই ৫ উইকেট। খাদের কিনারায় দাঁড়িয়ে অবশ্য মোস্তাফিজ-সাকিব-মিরাজ-তাইজুলদের বিপক্ষে একাই লড়ে যাচ্ছেন দিমুথ করুণারত্নে। ২০৬ বলে ১১০ রান করে অপরাজিত আছেন তিনি।
৪৫তম ওভারের শেষ বলে আঘাত হানেন মোস্তাফিজ। ৩৬ রানে উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন কুশল মেন্ডিস। খালি চোখে মনে হচ্ছিল বল মেন্ডিসের ব্যাটে হাওয়া লাগিয়ে গেছে। আম্পায়ার এস রবি আবেদনে সাড়া দেননি। কিন্তু রিভিউ নিয়ে সফল হলেন মুশফিক। টেলিভিশন রিপ্লে দেখে মেন্ডিস আউট হয়েছেন বলে জানান টিভি আম্পায়ার।
৫ ওভার পরেই মোস্তাফিজের দ্বিতীয় আঘাত। মেন্ডিসের মতোই উইকেটের পেছনে ক্যাচ দেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দিনেশ চান্ডিমাল। তবে তাঁকে কট বিহাইন্ড ঘোষণা করতে টেলিভিশন আম্পায়ার তো দূরের কথা, মাঠের আম্পায়ারেরও সাহায্য লাগেনি। মোস্তাফিজের বল চান্ডিমালের ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় উইকেটকিপার মুশফিকের গ্লাভসে। একটু ডানে সরে ঝাঁপিয়ে পড়ে বলটা লুফে নেন তিনি।
চান্ডিমাল ফেরার ৩ ওভার পরেই সাকিবের বলে এলবিডব্লু হয়ে ফিরে যান আসেলা গুণারত্নে। এরপর আবার আঘাত হানেন মোস্তাফিজ। পরের ওভারেই ধনঞ্জয় ডি সিলভাকে কোনো রান করার আগেই মুশফিকের ক্যাচ বানিয়ে ফেরান কাটার মাস্টার।
মুশফিকের দারুণ এক রিফ্লেক্স ক্যাচের শিকার নিরোশান ডিকভেলা। সাকিবের লেগ স্টাম্পের ওপর পড়া বলটি প্যাডেল সুইপ খেলতে গিয়েই মুশফিকের হাতে ধরা পড়েন তিনি। মুশফিক নিজের জায়গা করে নেন দারুণভাবেই।
করুণারত্নের সঙ্গী হয়ে এই মুহূর্তে আছেন দিলরুয়ান পেরেরা। ২৭ বলে ২ রান করে সেঞ্চুরিয়ানকে ভালোভাবেই সঙ্গ দিয়ে যাচ্ছেন তিনি।
পাঠকের মন্তব্য