শোক র‌্যালিতে হাস্যোজ্জ্বল পীরগঞ্জের ইউএনও!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় শোক র‌্যালি করা হচ্ছে। শোক র‌্যালি হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জেও।

পীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বের করা শোক র‌্যালি। সেই র‌্যালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ ডব্লিউ এম রায়হান শাহ্। তবে শোক র‌্যালি হলে এখানে প্রায় সবাইকে হাসতে দেখা গেছে। হাস্যোজ্জ্বল অবস্থায় ছিলেন ইউএনও এ ডব্লিউ এম রায়হানও।বুধবার শোক র‌্যালিটি বের হয়ে পীরগঞ্জ থানার সামনের সড়ক দিয়ে প্রদক্ষিণ করার সময় ইউএনও এ ডব্লিউ এম রায়হান শাহ্ সহ বেশ কয়েকজনকে হাস্যোজ্জ্বল চেহারায় দেখা যায়। শোক দিবসের র‌্যালিতে সরকারি কর্মকর্তার দাঁত বের করা হাসিমুখ দেখে বোঝার কোনো উপায় ছিল না, এটা শোক র‌্যালি নাকি আনন্দ র‌্যালি!

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলছেন, র‌্যালিতে ইউএনও’র হাসিমাখা মুখ দেখে মনে হয়েছে এটি শোক র‌্যালি নয়, যেন আনন্দ র‌্যালি! প্রশাসনের দায়িত্বশীল মানুষই যদি দাঁত বের করে শোক র‌্যালিতে হাসেন তাহলে এর থেকে বড় লজ্জার কি আছে।আরো কয়েকজন বলেন, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের র‌্যালি জানা সত্ত্বেও যে কর্মকর্তার মুখে হাসি থাকে, সে কর্মকর্তার কোন দেশপ্রেম বা দেশাত্মবোধ নেই। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উচিৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

তবে বিষয়টি অস্বীকার করে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, ‘এমনটা হওয়ার কথা না। আমি হাস্যোজ্জ্বল থাকবো কেন? আজতো আমরা সবাই মিলে শোক র‌্যালি করলাম।’

র‌্যালিতে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ ছাড়াও পীরগঞ্জ পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা অংশ নেন।

সর্বশেষ আপডেট: ১৫ আগস্ট ২০১৮, ২৩:৪৫
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন