সাহিত্য সম্মাননা পাচ্ছেন পাঁচজন

‘এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন পাঁচ কবি, লেখক ও সাংবাদিক। তারা হলেন- অনলাইন সাংবাদিকতায় আহমেদ জুয়েল, উপন্যাসে সাদাত হোসাইন, ছড়া ও কবিতায় অদ্বৈত মারুত, গল্পে সালাহ উদ্দিন মাহমুদ ও গীতিকবিতায় এম আর মনজু।
আগামী ২ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এই সম্মাননা দেওয়া হবে। সম্মাননার আয়োজন করেছে সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি)। সহযোগিতায় দেশ পাবলিকেশন্স ও সুইবাংলা। অর্থায়নে আরপি ফাউন্ডেশন।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একঝাঁক প্রগতিশীল, মুক্তমনা কবি-সাহিত্যিক নিয়ে গঠন করা হয় ‌‘সোনার বাংলা সাহিত্য পরিষদ’। প্রতিবছরই সংগঠনটির পক্ষ থেকে শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের জন্য তরুণদের এই সম্মাননায় ভূষিত করা হয়।

সর্বশেষ আপডেট: ১৫ আগস্ট ২০১৮, ১৭:৪০
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন