সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান। কয়েকদিন পরই বলিউডে অভিষেক হতে চলেছে তার। এর আগে ফটো ব্লগিং সাইট ইনস্টাগ্রামে অভিষেক হলো সাইফ কন্যার।
বলিউডে অভিষেক নিয়ে অনেকদিন থেকেই আলোচনায় সারা। বড় পর্দায় অভিষেকের আগেই অনেক ভক্তও জুটেছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তার ছবি ভাইরাল হতে দেখা যায়। এছাড়া ভক্তরাও অনেকদিন ধরে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে চাইছিলেন। ভক্তদের প্রতি ভালোবাসা থেকেই এবার ইনস্টাগ্রামে যোগ দিলেন সারা।
ইনস্টগ্রাম অ্যাকাউন্ট খোলার কয়েক ঘণ্টার মধ্যেই তার অনুসারী সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। অনুসারীদের মধ্যে জানভি কাপুর, নব্য নাভেলী নন্দা ও আলিয়া ভাটও রয়েছেন। জনপ্রিয় নির্মাতা করন জোহর তার অ্যাকাউন্টে সারার সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে তাকে স্বাগত জানিয়েছেন।ধড়ক সিনেমা মুক্তির আগে ইনস্টাগ্রামে যোগ দিয়েছিলেন জানভি কাপুর। সেই পথ ধরেই এবার ইনস্টাগ্রামে এলেন সারা। আগামী নভেম্বরে মুক্তি পাচ্ছে তার কেদারনাথ সিনেমাটি। এরপরের মাসেই সাইফ কন্যার সিম্বা সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
পাঠকের মন্তব্য