চলতি বর্ষা মৌসুমে ভারতের সাত রাজ্য অতি বৃষ্টি ও বন্যায় প্লাবিত হয়েছে। কেরালা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট, আসাম, নাগাল্যান্ডে সম্প্রতি কমপক্ষে ৭৭৪ জন নিহত হয়েছেন এবং অনেক লোক আহত, বাস্তুচ্যুত হয়েছেন। এই বিপদসংকূল সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি শোবিজ অঙ্গনের লোকজনও এগিয়ে এসেছেন।
সম্প্রতি ভারতের দক্ষিণী সিনেমার অভিনয়শিল্পী বিজয়, কমল হাসান, কার্তিসহ অনেকে অর্থনৈতিকভাবে বন্যার্তদের সহযোগিতা করেছেন। এবার এ তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। কেরালা রাজ্যের বন্যার্তদের তিনি ২৫ লাখ রুপি দান করেছেন।
এ বিষয়ে আল্লু অর্জুন তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেছেন। এতে তিনি লেখেন, ‘কেরালার মানুষ সবসময়ই আমার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছেন। তাদের ভালোবাসা ও মমতা আমার উপর সবসময় বর্ষিত হয়। তাদের এই ভালোবাসার মূল্য দেয়া অসম্ভব। আমি তাদের সম্মানে ২৫ লাখ রুপি দান করছি।’
পাঠকের মন্তব্য