মুখোমুখি মেসি-তেভেজ

জাতীয় দলের হয়ে দুজন কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। লিওনেল মেসি ও কার্লোস তেভেজ এবার মুখোমুখি হচ্ছেন।

ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা হুয়ান গাম্পারের স্মরণে প্রতি বছর একটি প্রীতি ম্যাচ খেলে বার্সেলোনা। হুয়ান গাম্পার ট্রফিতে খেলার জন্য এবার আমন্ত্রণ জানানো হয়েছে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সকে। বুধবার রাতে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে মেসির বার্সা ও তেভেজের বোকা জুনিয়র্স।

তেভেজ আর্জেন্টিনার হয়ে খেলছেন ৭৬ ম্যাচ। খেলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা মেসির সঙ্গেও। ২০১৫ সালের পর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। বুধবার মেসির সঙ্গে তার পুনর্মিলন হচ্ছে।

মেসির মুখোমুখি হওয়া নিয়ে ৩৪ বছর বয়সি স্ট্রাইকার বেশ রোমাঞ্চিত, ‘মেসির বিপক্ষে খেলাটা সব সময়ই দারুণ। যখন আমরা একসঙ্গে খেলেছি, আমি খুশি হয়েছি। এবার ওর মুখোমুখি হব, এটাও আমার ভালো লাগবে।’

৩১ বছর বয়সি মেসি এখন শিরোপাসংখ্যায় বার্সার সবচেয়ে সফলতম খেলোয়াড়। রোববার সেভিয়াকে হারিয়ে বার্সা জিতেছে স্প্যানিশ সুপার কাপ। এটি কাতালান ক্লাবটির হয়ে মেসির ৩৩তম শিরোপা।

সর্বশেষ আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ১৫:১৩
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন