‘অমানুষ’ সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেন টলিউড অভিনয়শিল্পী সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চ্যাটার্জি। এই সিনেমা তাদের জুটি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। এরপর ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘কাটমুণ্ডু’, ‘শুধু তোমারই জন্য’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা।
সর্বশেষ ‘পিয়া রে’ সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সোহম-শ্রাবন্তী। এটি পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জি। গত ১০ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর এ সিনেমাটিও প্রশংসা কুড়াচ্ছে। এছাড়া ‘নবজীবন বীমা কোম্পানি’, ‘গুগলি’, ‘বন্দি’ নামের সিনেমাতেও দেখা যাবে সোহম-শ্রাবন্তীকে।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমের মুখোমুখী হয়েছিলেন এই জুটি। সোহমের দৃষ্টিতে শ্রাবন্তী আর শ্রাবন্তীর দৃষ্টিতে সোহম কেমন- এ সময় তাই জানিয়েছেন এই তারকা জুটি।
শ্রাবন্তী চ্যাটার্জি : আমাদের গত পাঁচটি চলচ্চিত্রের জন্য অবিশ্বাস্যরকমের ভালোবাসা পেয়েছি। বিশেষ করে ‘অমানুষ’ সিনেমাটি পর্দায় আমাদের জুটি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। মোট ছয়টি সিনেমায় আমরা জুটিবদ্ধ হয়ে কাজ করেছি। আমার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ার বাধন’(শিশুশিল্পী)। এতে সোহম আমার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিল। সোহম খুবই মেধাবী একজন অভিনেতা। সে একের ভিতরে সব- এ কথা সবাই জানে। একটি সাধারণ দৃশ্য কীভাবে সে অসাধারণ করে তোলে, তার কাছ থেকে আমি তা শেখার চেষ্টা করছি।
সোহম চক্রবর্তী : টলিউডের সেরা অভিনয়শিল্পীদের একজন শ্রাবন্তী। সে সহ-শিল্পীদের যেভাবে সহযোগিতা করে, তা সত্যি প্রশংসনীয়। শ্রাবন্তীর ভালো দিক হলো- সে অভিনেত্রী হয়েও কীভাবে একটি দৃশ্য ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, সে বিষয়ে ভালো পরামর্শ দিতে পারে। দর্শকরা আমাদের জুটি পছন্দ করেন, আমি নিশ্চিত ‘পিয়া রে’ সিনেমাটি দেখার পর তারা আমাদের আরো বেশি ভালোবাসবেন।
পাঠকের মন্তব্য