কম্পিউটার প্রযুক্তিতে নতুন কিছু যোগ করা মানুষের সব সময়ের চেষ্টা। তবে সেই চেষ্টায় আইবিএম যেন একবারে অনেকগুলো ধাপ পেরিয়ে গেল। কোনো একক পরমাণুতে তথ্য সংরক্ষণের পদ্ধতি উদ্ভাবন করেছে এই তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান।
বর্তমানের হার্ডডিস্ক ড্রাইভগুলোতে এক বিট তথ্য (০ বা ১) সংরক্ষণের জন্য দরকার হয় প্রায় ১ লাখ পরমাণু। গত বুধবার আইবিএম রিসার্চের এই গবেষণায় দেখানো হয়, কীভাবে আরও অনেক অল্প জায়গায় ডেটা সংরক্ষণ সম্ভব। অল্প বলতে ঠিক কতটা অল্প বোঝানো হয়েছে সেটাই প্রশ্ন। এখন এক পেনি মার্কিন মুদ্রার সমপরিমাণ জায়গায় আপনার ব্যক্তিগত গানের তালিকার সব গান সংরক্ষণ সম্ভব। আর আইবিএমের নতুন এই প্রযুক্তিতে সমপরিমাণ জায়গায় অ্যাপল মিউজিক স্টোরে থাকা সব গান, অর্থাৎ প্রায় ২ কোটি ৬০ লাখ গান ধারণ করা সম্ভব হবে।
প্রতি পরমাণুর আকারের এই হিসাবে ডেটা স্টোরেজ যন্ত্রে আমূল পরিবর্তন আসবে। স্মার্ট ঘড়ি বা আংটিতেই সব ব্যক্তিগত তথ্য কিংবা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য ধারণ কিংবা বহন করা সম্ভব হবে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং প্রযুক্তির বিকাশের জন্যও সেটি খুব গুরুত্বপূর্ণ। স্টোরেজের উন্নয়নে শেষ বড় পদক্ষেপ ছিল ঘূর্ণমান চৌম্বকীয় চাকতি থেকে ফ্ল্যাশ ড্রাইভের উদ্ভাবন।
তবে এখনো এই প্রযুক্তির বাস্তবায়ন সম্ভব হয়নি। এটি একটা রূপরেখা মাত্র। ডেটা স্টোরেজের বিকাশের এই রূপরেখা প্রকাশ করেন বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফেইনম্যান। দীর্ঘদিন ধরে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করছেন তিনি।
আরেক আইবিএম গবেষক ক্রিস লুৎজ অবশ্য বলেছেন, এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে পেতে আমাদের কয়েক দশক অপেক্ষা করতে হতে পারে। এই উদ্ভাবন মানে উৎপাদন নয়, বরং আমরা যদি পরমাণুর আকারে তথ্য সংরক্ষণ করতে পারি, তবে ব্যাপারটা কেমন দাঁড়ায় সে সম্পর্কে একটা ধারণামাত্র। এই ধারণার বাস্তবায়নের জন্য কম খরচে তথ্য ধারণের যন্ত্র, দ্রুত সেই তথ্য পাঠ করার প্রযুক্তি এবং দীর্ঘদিন সেই তথ্য সংরক্ষণের প্রযুক্তি উদ্ভাবন দরকার হবে। সিনেট।
পাঠকের মন্তব্য