তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তিতে খোলা চিঠি লিখেছেন ১৩ জন বরেণ্য ব্যক্তি।
১২ আগস্ট শনিবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে লেখা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিস।
শহিদুলের গ্রেফতারকে ‘বিধিবহির্ভূত’ আখ্যা দিয়ে ওই চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সরকারের সমালোচনার কারণে শহিদুলকে গ্রেফতার করেছে পুলিশ।
এই পদক্ষেপ মানবাধিকারের সর্বজনীন ঘোষণা, নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিসহ আন্তর্জাতিক মানবাধিকারের নিয়মাবলীর গুরুতর লঙ্ঘন।
শহিদুলকে গ্রেফতারের ঘটনাকে ‘অন্যায় আচরণ’ আখ্যা দিয়ে চিঠিতে বলা হয়েছে, আমরা তার (শহিদুল আলম) প্রতি অন্যায় আচরণের নিন্দা জানাচ্ছি।
অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিস ছাড়াও ওই চিঠিতে স্বাক্ষর করেছেন ভারতের পিপল’স সিভিল লিবার্টিজ ইউনিয়নের সহ-সভাপতি বিনায়ক সেন।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাঞ্জেলা ওয়াই ডেভিস। মুম্বাইয়ের টাটা সোসাইটি স্টাডিজ ইনস্টিটিউটের অধ্যাপক ইলিনা সেন।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুডিথ বাটলার ম্যাক্সাইন এলিয়ট। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড পলুম্বো লিউ লুইস হিউলেট নিক্সন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্ত্তী স্পিভাক ও রোজালিন্ড সি মরিস। লেখক অ্যান্টিজি ক্রগ ও জিওকান্দা বেলি।
ফ্লোরেঞ্জ-ম্যাক্স-প্লাংক-ইনস্টিটিউটের ফটোথেক ডেস কুন্থিতিসারস্কেনের পরিচালক ড. কোস্টানজা কারাফা।
আবুধাবির আক্কাস: সেন্টার ফর ফটোগ্রাফির পরিচালক শামুন জমির এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটি ইতিহাসের অধ্যাপক নাসার ইস্যাম।
এর আগে গত ৭ আগস্ট শহিদুলের মুক্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি লিখেন ভারতীয় আলোকচিত্রী রঘু রাই।
গত ৫ আগস্ট রাতে শহিদুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পাঠকের মন্তব্য