হাসপাতালে কাজী নওশাবা

  • ঢাকা
  • ১৩ আগস্ট ২০১৮, ২০:২১
  • আমিনুর রহমান হৃদয়
  • ১৯০৮ বার পঠিত
  • মন্তব্য

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ হেফাজতে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাসের এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ হেফাজতে অভিনেত্রী কাজী নওশাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি (নওশাবা) আমাদের ডিসেন্ট্রিসহ কয়েকটি সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। আমরা তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠিয়েছি।

প্রসঙ্গত, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলকালে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ‌‘গুজব’ ছড়ানোর অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়। এরপর দু’দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

সর্বশেষ আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ২০:২১
আমিনুর রহমান হৃদয়
ফিচার প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন