তহুরার গোলে এগিয়ে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মুড়ি-মুড়কির মতো গোল হলেও এই ম্যাচে কাঠখড় পোড়াতে হচ্ছে মারিয়া মান্ডা-শামসুন্নাহারদের। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রথমার্ধের যোগ করা সময়ে তহুরা খাতুনের করা একমাত্র গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

ম্যাচের ৪৬ মিনিটে কর্নার থেকে ডি বক্সের মধ্যে বল পেয়ে হাটু দিয়ে লাগিয়ে বল জালে জড়ান। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে হারায় বাংলাদেশ। এরপর পাকিস্তান তাদের দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে হার মানে। তাতে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। আজ গ্রুপ সেরা হওয়ার জন্য লড়ছে বাংলাদেশ ও নেপাল।

সাফ অনূর্ধ্ব-১৫ এর দ্বিতীয় আসরে বাংলাদেশ দলের টিম স্পন্সর হিসেবে আছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। এর আগে ওয়ালটন ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিল। পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন ও হংকং সফরেও তাদের পৃষ্ঠপোষকতায় ছিল।

সর্বশেষ আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ২০:১৬
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন