নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘সাংবাদিকতার নামে এমন হলুদ সাংবাদিকতা পৃথিবীর কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে।’
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এসময় হানিফ বলেন, ‘বিএনপি জামায়াতের আন্দোলন করার সামর্থ্য নেই, তাই তারা কোমলমতি শিশুদের ওপর ভর করেছিল। আর এই শিশুদের নাম করে ওই দিন আওয়ামী লীগ অফিসে হামলা করেছিলো। তারপরও অনেক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে লেখা শুরু করে, কেন? সাংবাদিকতার নামে এমন হলুদ সাংবাদিকতা পৃথিবীর মধ্যে আছে কিনা আমার সন্দেহ আছে।’
তবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান আওয়ামী লীগের এ নেতা। তিনি বলেন, ‘কেউ আইনের উর্ধ্বে না। যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।’
এসময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাইফুর রহমান তপন, জগনাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মহিউদ্দিন মাহিসহ প্রমুখ।
পাঠকের মন্তব্য