সয়াবিন তেল থেকে গ্রাফিন

সয়াবিন তেল থেকে গ্রাফিন তৈরি করেছেন গবেষকেরা। যুগান্তকারী এই উদ্ভাবনের ফলে গ্রাফিন আরও বেশি বাণিজ্যিকভাবে কার্যকর হয়ে উঠবে বলে আশা করছেন কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের (সিএসআইআরও) গবেষকেরা।

গ্রাফিন নামের পদার্থটি মাত্র এক পরমাণুসমান পাতলা। এটি ইস্পাতের চেয়ে ১০০ গুণ দৃঢ় এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী হিসেবে অতি চমৎকার। গ্রাফিন আসলে বহুরূপী মৌল কার্বনের একটি ভিন্ন অবস্থামাত্র। এটি অদূর ভবিষ্যতে বিশ্বকে আমূল বদলে দিতে যাচ্ছে বলেই মনে করছেন গবেষকেরা। গ্রাফিন বর্তমান বিশ্বে বৈদ্যুতিক যন্ত্রপাতি, সংবেদনশীল যন্ত্রাংশ, সৌরবিদ্যুৎ কোষ, ইন্টারনেটের গতিবৃদ্ধির প্রযুক্তি, চিকিৎসাপ্রযুক্তিসহ কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।

দুষ্প্রাপ্যতা এবং জটিল ও ব্যয়বহুল উৎপাদনপদ্ধতির কারণে গ্রাফিনের ব্যবহার সীমিত রয়েছে।

এর আগে গ্রাফিন কেবল নিয়ন্ত্রিত পরিবেশে গ্যাসকে চাপ দিয়ে তৈরি করা হতো। এতে দীর্ঘ সময় উচ্চ তাপমাত্রা ও ভ্যাকুয়াম পদ্ধতি ব্যবহার করার প্রয়োজন ছিল।

এবার সিএসআইআরওর গবেষকেরা অস্ট্রেলিয়ার গবেষণাগারে ‘গ্রাফএয়ার’ প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যাতে গ্রাফিন তৈরিতে উচ্চ নিয়ন্ত্রিত পরিবেশের দরকার পড়ে না। এতে সহজ ও দ্রুতগতিতে গ্রাফিন ফিল্ম তৈরি করা যায়।

সিএসআইআরওর গবেষক জাহো জুন হ্যান বলেন, গ্রাফিন তৈরিতে অ্যাম্বিয়েন্ট এয়ার প্রক্রিয়া সহজ, দ্রুতগতির ও নিরাপদ। এটি ব্যবহারবান্ধব। এতে গ্রাফিন তৈরির খরচ কমে যাবে। নতুন ক্ষেত্রে এর ব্যবহার বাড়বে।

গ্রাফএয়ার প্রযুক্তিতে সয়াবিন তেলের মতো নবায়নযোগ্য, প্রাকৃতিক উপাদান ব্যবহারে একটি ধাপেই গ্রাফিন ফিল্ম পাওয়া গেছে। সয়াবিন থেকে যে দারুণ রূপান্তরযোগ্য গ্রাফিন পাওয়া গেছে, তা প্রচলিত গ্রাফিনের মতোই।

তাপে সয়াবিন তেল ভেঙে যায় এবং কার্বন তৈরির ইউনিট তৈরি করে, যা গ্রাফিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয়। গবেষকেরা অন্যান্য নবায়নযোগ্য ও বর্জ্য তেল ব্যবহার করেও গ্রাফিন ফিল্ম তৈরিতে সফল হয়েছেন।

গবেষক ডং হ্যান সিও বলেন, ‘আমরা এখন রিসাইকেল করা বর্জ্য তেলকেও কাজে লাগাতে পারব।’

গ্রাফিনের ব্যবহারে পানি পরিস্রাবণ এবং পরিশোধন, নবায়নযোগ্য জ্বালানি, সেনসর, ব্যক্তিগত স্বাস্থ্যসেবা ও ওষুধ তৈরির মতো কাজ করা যাবে। এ ছাড়া ইলেকট্রনিকস, যান্ত্রিক, থার্মাল ও অপটিক্যাল ব্যবহার রয়েছে। পিটিআই।

সর্বশেষ আপডেট: ২১ মার্চ ২০১৭, ০২:৫২
প্রথম আলো

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন