জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার ঈদুল আজহা উদযাপিত হবে ২১ অগাস্ট; আর তার আগের দিন হবে হজ।
সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার সেখানে চাঁদ দেখা যাওয়ায় রোববার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এই হিসাবে ১০ জিলহজ, অর্থাৎ ২১ অগাস্ট সেখানে কোরবানির ঈদ হবে।
এর আগের দিন, অর্থৎ ২০ অগাস্ট সারা বিশ্ব থেকে সৌদি আরবে জড়ো হওয়া হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। ঈদের সকালে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে তাদের হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকে এবার সোয়া এক লাখ মানুষ হজ করার কথা রয়েছে।
পাঠকের মন্তব্য