স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা : বাসচালক ও সহকারী রিমান্ডে

রাজধানীর কলেজগেট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বহনকারী গাড়িতে ধাক্কা দেওয়ার মামলায় নিউভিশন পরিবহনের বাসচালক ও তার সহকারীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- নিউভিশন পরিবহনের বাসচালক মানিক মিয়া ও সহকারী ইব্রাহীম খলিল ইমন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখে বের হয়ে আসেন। এ সময় বাসটি পেছন থেকে তাকে বহনকারী গাড়িকে ধাক্কা দেয়। তবে এতে মন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তার প্রকৃত কারণ জানার জন্য এ রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অপরদিকে আসামিপক্ষে ইকবাল হোসেন রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের চারদিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখে বের হয়ে যাওয়ার সময় পেছন থেকে নিউভিশন পরিবহনের একটি বাস স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী গাড়িকে ধাক্কা দেয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতেই ছিলেন। তবে তার কোনো ক্ষতি হয়নি। ওই বাসটি চালাচ্ছিলেন চালকের সহকারী। তার ড্রাইভিং লাইসেন্স ছিল না। পরে ওই বাস এবং চালক ও সহকারীকে আটক করে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়।

সর্বশেষ আপডেট: ১১ আগস্ট ২০১৮, ১৮:৫৫
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন