নতুন চুক্তিতে রামোসের সমান বেতন মডরিচের

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পরই যেন লুক মডরিচের দাম বাড়তে থাকে। রাশিয়া বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা এ তারকাকে পেতে চেষ্টা চালায় ইতালিয়ান সিরি’আর ক্লাব ইন্টার মিলান।

তবে শেষ পর্যণ্ত মডরিচকে বুঝিয়ে রিয়াল মাদ্রিদে রাখতে সক্ষম হয় ক্লাবটির কর্তারা। এবার এই ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন বিশ্বসেরা এ মিডফিল্ডার। নতুন চুক্তিতে বেতন ও বোনাস বাড়ছে তার।

ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ায় বর্তমানে রিয়াল শিবিরে সর্বোচ্চ বেতনধারী ফুটবলার গ্যারেথ বেল। ওয়েলস এ তারকার পরই রয়েছেন ক্লাবটির স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। নতুন চুক্তি সম্পন্ন হলে ক্লাব অধিনায়ক রামোসের সমান বেতন পাবেন মডরিচ।স্প্যানিশ জনপ্রিয় গনমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

বিশ্বকাপ শেষে প্রাক-মৌসুমের ছুটি কাটিয়ে ক্লাবে ফিরতে কিছুটা দেরি করছিলেন মডরিচ। তাতে ক্রোয়েশিয়ান এ তারকাকে হারানোর শঙ্কা দেখছিল রিয়াল সমর্থকরা। তবে শেষ পর্যণ্ত সব গুঞ্জনের ডালপালা ছাঁটাই করে ক্লাবে ফেরায় বর্তমানে স্বস্তিতে রয়েছেন ক্লাবটির কর্তা ব্যক্তিরা।

সর্বশেষ আপডেট: ১১ আগস্ট ২০১৮, ১৮:৫৩
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন